আশ্রয়কেন্দ্রে জন্ম হলো সাগরের, বিএনপিনেতার মিষ্টিমুখ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে এক ছেলে সন্তান। সন্তান ও তার মা সুস্থ আছেন। নবজাতকের নাম রাখা হয়েছে সাগর।
সাগরের মায়ের নাম রিনা আক্তার, বাবা সফিক খান। আশ্রয়কেন্দ্র জন্ম নেওয়া শিশুর পরিবারে নেমে এসেছে আনন্দের বন্যা। এ সময় সেখানে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নবজাতক ও তাঁর মাকে দেখতে যান।
বিএনপির এই নেতা জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে খাবার বিতরণ করতে যান তিনি। স্কুলের দোতলা থেকে এক চাচি দৌড়ে এসে খবর দেন, এক প্রসূতি মা ছেলে সন্তান জন্ম দিয়েছেন। সন্তান জন্মদানের খবর জানার পর তিনি নবজাতক ও মাকে দেখতে যান। এ খবরে শিবিরে আশ্রিত সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কারও কারও চোখে আনন্দ অশ্রু।
ভাগ্যের পরিহাস, সন্তান জন্ম নেওয়ার কথা নিজ বাড়ি বা হাসপাতালে কিন্তু সন্তানের জন্ম হলো আশ্রয়কেন্দ্রে।
প্রিন্স বলেন, নবজাতককে দেখে তার পরিবারের আনন্দে আমিও আনন্দিত হলাম। মায়ের মুখে প্রশান্তির হাসি। নবজাতকের নাম রাখা হলো সাগর। দোয়া করি, নবজাতক ভালো থাকুক।
এ আনন্দে প্রিন্স সবাইকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করেন। এতে সবাই খুশি। তিনি মা ও সাগরের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
বিএনপির এই নেতা আজ বিকেল ৩টায় নিজের ফেসবুক টাইমলাইনে আবেগঘন এক স্ট্যাটাস দেন। শেয়ার করেন ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো : “আলহামদুলিল্লাহ। ত্রাণ শিবিরে সন্তানের জন্ম। আজ সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া জনগণকে সকালের নাশতা ও দুপুরের খাবার বিতরণ করছিলাম। স্কুলের দোতলা থেকে এক চাচী দৌড়ে নেমে খবর দিলেন, এক প্রসূতি মা সন্তান জন্ম দিয়েছেন। ছেলে সন্তান। সকলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল।কারো কারো চোখে আনন্দ-বেদনার পানি। বেদনা এই অর্থে, ভাগ্যের পরিহাস, সন্তান জন্ম নেয়ার কথা নিজ বাড়ি বা হাসপাতালে। সন্তানের জন্ম হলো ত্রাণ শিবিরে। যা হোক, খাবার বিতরণ শেষে, উপরে গেলাম। নবজাতক সন্তানকে দেখে আনন্দিত হলাম। মায়ের মুখে প্রশান্তির হাসি। নবজাতকের নাম রাখা হলো 'সাগর'। নবজাতককে দোয়া করি, ভালো থাকুক। আনন্দে সকলকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করলাম। ত্রাণ শিবিরে মিষ্টি!! সকলে খুশি। সাগরের জন্য দোয়া করবেন।”