সেনাপ্রধানের পক্ষ থেকে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী প্রাঙ্গণে ঈদ শুভেচ্ছা উপহারসামগ্রী প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : আইএসপিআর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আশপাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে আজ শনিবার ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে আজ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধানের পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন।
ওই অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।