সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুক্রবার বিকেলে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজের ঘটনায় উদ্ধারকাজ চলছে। ছবি : সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে গোসলে নেমে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় নদীতে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওয়াজিব হোসেন দক্ষিণ ভবানীপুর এলাকার দুঃখু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ওয়াজিব হোসেনসহ এলাকার চার থেকে পাঁচ জন সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর পানিতে ডুব দেওয়ার পর নিখোঁজ হয় ওয়াজিব। পরে সঙ্গে থাকা সহপাঠীরা ওয়াজিবের বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবারসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমাদের উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। শনিবার ভোর ৬টা থেকে উদ্ধারকাজ শুরু হবে।