স্বর্ণের ভরি প্রায় ৭০ হাজার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/22/gold.jpg)
নোভেল করোনাভাইরাসের মধ্যেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এখন থেকে প্রতিভরি স্বর্ণে পাঁচ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহককে প্রতি ভরি ৬৯ হাজার ৮৬৭ টাকা দিয়ে ক্রয় করতে হবে। এটি বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলেছে সংগঠনটি।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পাঁচ হাজার ৯৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পাঁচ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চার হাজার ৯৭০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চার হাজার ৮৫ টাকা, ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি গ্রাম রুপার মূল্য ৮০ টাকা।