হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/05/nabigonj-piv.jpg)
হবিগঞ্জের নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন। (গোল চিহ্নিত)। ছবি : এনটিভি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের বাসিন্দা।
ইউএনও শেখ মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকালের দিকে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. আনোয়ার হোসেন নামের এক যুবককে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বখাটে মো. আনোয়ার হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেই।’