হাঁসাড়ায় ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
আজ সোমবার বেলা ১১টায় হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী এক্সপ্রেসওয়েতে প্রথমে মানববন্ধন এবং পরে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ব্যস্ততম রাস্তার এক পাশে স্কুল অপর পাশে বাজার হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীসহ স্থানীয় হাজার হাজার মানুষকে নানা প্রয়োজনে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হয়। ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। শিগগিরই এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসীর দাবি। নয়তো ভবিষ্যতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে থাকবে।
এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবজাল হোসেন জানান, স্থানীয়রা সড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এ সময় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।