হালদা নদীর শাখা খালে ভেসে উঠল মৃত ডলফিন
রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীর শাখা চানখালী খালে আবারও ভেসে উঠল বিপন্ন প্রজাতির আরও একটি মৃত ডলফিন। আজ মঙ্গলবার সকালে মৃত ডলফিনটি উদ্ধার করে এলাকাবাসী।
সাড়ে সাত ফুট লম্বা ডলফিনটির ওজন ১২০ কেজি। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হালদা নদীর শাখা চানখালী খাল থেকে মৃত ডলফিনটি স্থানীয়রা উদ্ধার করে।
ইউএনও জানান, হাটহাজারী উপজেলার সত্তারঘাট খালের মুখ থেকে মদুনাঘাট পর্যন্ত হালদা নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা ডলফিনের মূল বিচরণক্ষেত্র। চানখালী খালে মৃত ডলফিন ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করে নিজে উপস্থিত থেকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মৃত ডলফিনটি ছিল সাড়ে সাত ফুট লম্বা, ওজন ১২০ কেজি। ডলফিনটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। এটি একটি প্রাপ্তবয়স্ক ডলফিন। ধারণা করছি, বয়সের কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে। মানে স্বাভাবিক মৃত্যু। তাই মৃত ডলফিনটি হালদা পাড়ে মাটিচাপা দেওয়া হয়।
প্রসঙ্গত, হালদা নদীর ছত্তার খালের মুখ থেকে মদুনাঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ডলফিনের মূল বিচরণক্ষেত্র। গত চার বছরে এ নিয়ে ২৯টি ডলফিন মারা গেছে। যার অধিকাংশই আঘাতজনিত কারণে। তবে সর্বশেষ ছয় মাসের বেশি সময়ে কোনও ডলফিন মারা যায়নি। কারণ হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রশাসনিকভাবে হালদার তদারকি বাড়ানো হয়েছে।