হালদাকে বাঁচাতে রাবার ড্যাম সরানোর আহ্বান মৎস্য উপদেষ্টার

হালদা নদী রক্ষায় রাবার ড্যাম অপসারণ এবং তামাক চাষ বন্ধসহ নানামুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, রাবার ড্যাম কৃষকের জন্য নয়- এটা করা হয়েছে চা বাগানের সুবিধার্থে। আমাদের হালদা নদী ধ্বংস করে চা বাগান রক্ষা করা চলবে না। তারা চাইলে অন্য উৎস থেকে পানি নেবে, হালদা থেকে নয়।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রামের রাউজানের মোবারকখিল হ্যাচারি প্রাঙ্গণে হালদা নদী পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার এসব কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করে বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা করতে হবে। ডিম সংগ্রহ বাড়াতে হ্যাচারির সংখ্যা বাড়ানো, স্লুইসগেট সংস্কার এবং নাব্যতা রক্ষা করতে হবে। উপদেষ্টা হুঁশিয়ার করে বলেন, হালদা রক্ষায় যা যা করা দরকার, সব করতে হবে। তবে নদী তীরবর্তী জনগণকে এই উদ্যোগে যুক্ত করতে হবে।
নাব্য সংকটে কার্পজাতীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে জানিয়ে ফরিদা আখতার বলেন, এই সংকট উত্তরণে মন্ত্রণালয় নির্বিচারে কাজ করে যাবে। হ্যাচারির সংখ্যা বাড়লে পোনা উৎপাদন বাড়বে, যা জাতীয় মৎস্যসম্পদে বড় ভূমিকা রাখবে।
হালদার দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, যারা নদী দূষণ করছে, তারা শুধু দূষণকারী নয়, নির্যাতনকারী। তাদের সে ভাবেই চিহ্নিত করতে হবে। আমি নিজে হালদায় কালো পানি ও দুর্গন্ধ পেয়েছি। এটা বুড়িগঙ্গায় থাকলেও হালদায় কেন থাকবে?
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন ও ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ম. নাসিম হায়দার, চট্টগ্রাম নৌ পুলিশ সুপার এএফএম নিজাম উদ্দিন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. মশিউজ্জামান প্রমুখ।