হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে ছিল যুবকের মরদেহ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/02/dmch.jpg)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউছার আহমেদ ভূঁইয়া বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনও। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর হবে।’
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাউছার আহমেদ ভূঁইয়া আরও বলেন, ‘নিহতের পরনে ছিল পুরোনো লুঙ্গি ও শার্ট। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’