হিলি বন্দরে রাস্তার বেহাল দশা, নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
দিনাজপুরের হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হিলি হাকিমপুর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই দাবি বাস্তবায়নে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ শামছুল হুদা খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের মাধ্যমে সরকার এখান থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। অথচ মহিলা কলেজ থেকে চেকপোস্টের জিরোপয়েন্ট এবং সিপি মোড় থেকে বিরামপুর রেলগেট পর্যন্ত রাস্তা ভাঙাচোড়া ও খানাখন্দে ভরা। বন্দরের গুরুত্বপূর্ণ এই রাস্তাসহ ঘোড়াঘাট রাস্তা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করে। এ কারণে প্রধান রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কয়েক বছর ধরে পথচারী, ব্যবসায়ী, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন চলাচলে সীমাহীন কষ্ট ও দূর্ভোগ পোহাতে হচ্ছে।
নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, ভাঙাচোড়া রাস্তা আর ফুটপাত দখলের কারণে বন্দর এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। ফলে অনেক প্রাণহানিসহ ছোট বড় দুর্ঘটনা ঘটছে। হিলি দেশের গুরুত্বপূর্ণ ও ব্যাপক পরিচিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব সমস্যা সমাধানে কোনো গুরুত্ব নেই। হিলি হাকিমপুর থানার শেষ সীমানা থেকে পাঁচবিবি রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু মহিলা কলেজ থেকে চেকপোস্টের জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তাটির টেন্ডার প্রক্রিয়া গত নভেম্বর মাসে সম্পন্ন হলেও কোন কাজকর্ম পরিলক্ষিত হচ্ছে না।
সংবাদ সম্মেলণে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, হিলি রেলস্টেশনের উপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী রেলপথে ২২-২৪টি ট্রেন যাতায়াত করলেও শুধু আন্তনগর বরেন্দ্র, তিতুমীর ও রকেট মেইল একমুখি ছাড়া এই রেলস্টেশনে অন্য কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই। ফলে হিলিবাসী, আমদানি-রপ্তানিকারক, শিক্ষার্থী, রোগী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনযাত্রা থেকে বঞ্চিত হচ্ছে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। তাই জনদুর্ভোগ লাঘবে এবং হিলিবাসীর স্বার্থে অবিলম্বে হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ সব রাস্তার নির্মাণকাজ দ্রুত শুরু করাসহ সব ট্রেনের যাত্রা বিরতির জন্য হিলি হাকিমপুর নাগরিক কমিটির পক্ষে এই সংবাদ সম্মেলেন থেকে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। এসব সমস্যার সমাধান না হলে আগামী ১৫ দিনের মধ্যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ হাসান চৌধুরী মধু, জাহিদুল ইসলাম জাহিদ, গোলাম মোস্তাফিজার রহমান মিলন, খলিলুর রহমান বাবুল, এনামুল হক খান ও শ্যামল কিশোর দাস।