হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি আবারও শুরু
একটানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ দুপুর পৌনে ১২টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে শুরু করেছে। এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’
বন্দরের শ্রমিক নুর আলম বলেন, ‘ঈদে বন্দর বন্ধ হয়ে যাওয়ায় যা টাকা-পয়সা ছিল, তা শেষ হয়ে গেছে। আজ থেকে বন্দর চালু হওয়ায় সংসারের খরচ জোগাতে আর চিন্তা করতে হবে না। এতে সবাই খুশি হয়েছে।’
বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহ-ব্যবস্থাপক এস এম হায়দার বলেন, ‘ছয় দিন বন্ধ থাকার পর আজ ভারত থেকে আমদানির পণ্যবাহী ট্রাকগুলো বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করছে। এরপর ব্যবসায়ীরা শ্রমিকদের মাধ্যমে পণ্যের খালাসের কার্যক্রম শুরু করেছেন। দ্রুত পণ্য খালাসে আমরা সহযোগিতা করছি।’
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, ‘ঈদের ছুটি শেষে গতকাল সোমবার থেকে অফিস শুরু হয়েছে। আজ বন্দর দিয়ে আমদানির পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। দ্রুত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা এবং শুল্ক-কর পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবসায়ীদের শতভাগ সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা তাদের আমদানি করা পণ্য সময়মতো গন্তব্যে নিতে পারবেন।’