হ্যাক হয়নি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, জানালেন স্পেশাল অফিসার
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে, এমন গুঞ্জন উঠেছিল। তবে, বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেb সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্ভারে লোডিংয়ে কিছুটা ধীরগতি ছিল। পরক্ষণে তা ঠিক হয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়নি। সার্ভার কিছু সময়ের জন্য ধীরগতি ছিল। পরক্ষণেই তা ঠিক হয়ে গেছে।’
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান বলেন, ‘ওয়েবসাইট ঠিক আছে। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীগণ এই play.google.com/store/apps/details?id=com.moinuddinkadir.scmainapp অ্যাপ ব্যবহার করতে পারেন।’
এর আগে রাত ৮টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে।