অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস হবে আগামী রোববার (১৯ অক্টোবর)। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ১৯ অক্টোবর, রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ড’ (সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগান)-এ বিজ্ঞ এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তির অনুলিপি রেজিস্ট্রার বা রেজিস্ট্রার (বিচার), হাইকোর্ট বা আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। প্রধান বিচারপতির একান্ত সচিব, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। স্পেশাল অফিসার, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকাসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।