৩০ ডিসেম্বরের খেলায় বিএনপির জয় হবে : জয়নুল আবেদীন
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের খেলায় বিএনপির জয় হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জয়নুল আবেদীন এসব কথা বলেন। এর আগে নগরীর মিশনপাড়া মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়।
বর্তমান কমিশন আগের চেয়েও খারাপ মন্তব্য করে জয়নুল আবেদীন বলেন, ‘এই কমিশন আগের নির্বাচন কমিশনের চেয়েও খারাপ।’
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ