৩৭ হাজার বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব
৩৭ কোটি টাকা মূল্যের প্রায় ৩৭ হাজার বোতল বিদেশি মদ ও কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করেছে র্যাব। গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুল আহাদকে।
রাজধানী কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের দাবি, গার্মেন্টস পণ্যের আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের প্রায় ৩৭ হাজার বোতল বিদেশি মদ ও কোটি টাকা মুল্যের দেশি ও বিদেশি মুদ্রা দেশে আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ মদ ও মুদ্রা জব্দ করা হয়। সেসময় নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে অন্যতম হোতা আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, ‘দেশি এবং বিদেশি জব্দ মুদ্রার মধ্যে বাংলাদেশি ৯৮ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, নেপালী ১৫ হাজার ৯৩৫ রুপি, ইন্ডিয়ান ২০ হাজার ১৪৫ রুপি, চায়না ১১ হাজার ৪৪৩ ইওয়ান, চার হাজার ২৫৫ ইউরো, সা হাজার ৪৪০ থাই বার্থ, সিংগাপুরের ৯ ডলার এবং মালয়েশিয়ান ১৫ রিংগিট জব্দ করা হয়। এসব অভিযানে নাজমুল মোল্লা (২৩) ও সাইফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক আমদানি ও বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে।
খন্দকার আল মঈন বলেন, ‘এ পর্যন্ত র্যাব কখনও এতবড় মাদকের চালান জব্দ করেনি। এ অবৈধ কার্যক্রমের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। তারপর এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে র্যাব।’