৩ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে গেল কারবারিরা
ঝিনাইদহের মহেশপুরে তিন হাজার ১৯১ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার বেলের মাঠ এলাকা থেকে মালিকবিহীন এসব ফেনসিডিল জব্দ করা হয়।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা। বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মহেশপুর থানার বেলের মাঠ এলাকা থেকে ট্রাকে করে ফেনসিডিল পাচার হবে এমন গোপন খবরে আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে যায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে, ঘটনাস্থল তল্লাশি করে ১৫টি প্লাস্টিকের সাদা বস্তা থেকে তিন হাজার ১৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘জব্দকৃত ফেনসিডিল মহেশপুর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’