ভৈরবে বিপুল ফেনসিডিলসহ যুবক আটক
কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকা থেকে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ সাব্বির মিয়া নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে সাব্বির মিয়াকে আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কাশিনগর লিচুবাগান গ্রামে। তিনি পঞ্চবটি এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প জানায়, স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির দীর্ঘদিন ধরে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করত বলে স্বীকার করেছে।
আটক সাব্বির মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী।