জীবননগরে ফেনসিডিলসহ আটক ২
ফেনসিডিলসহ আটক আ. রহমান ও এনামুল হক। ছবি : এনটিভি অনলাইন
চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়া গ্রামে এ অভিযান চালানো হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
আটকরা হলেন- জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা মো. আ. রহমান (৩০) ও মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৩৪)।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)