জোট করলেও ‘শাপলা কলি’ নিয়েই নির্বাচন করবে এনসিপি : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীতে কোনো দলের সাথে জোট করলেও ‘শাপলা কলি’ নিয়েই নির্বাচন করবে এনসিপি। আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
আজ সোমবার (৩ নভেম্বর) স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার আহবায়ক ও সদস্য সচিবদের সাথে সাক্ষাৎকার শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।
নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে সারজিস বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে শাপলা কলি দেওয়া হয়েছে। শাপলা কলি নিয়েই নির্বাচনে যাচ্ছে এনসিপি। ইসি যদি একই ধরণের আচরণ আগামীতে করে, তাহলে ইসির প্রতি আস্থার সংকট তৈরি হবে। আমরা চাই ইসি যেন আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত না হয়। তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরীদের মতোই হবে।
আগামী তিনদিনের মধ্যে ময়মনসিংহ বিভাগের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে নিজের মতো সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার— এ বিষয়ে সারজিস আলম বলেন, এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিছুটা চালাকি করেছে। রাজনৈতিক দলগুলোর ওপরে এই দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জানাতে পারলে খুব স্বাভাবিকভাবে সরকারের জন্য রিলিফ হবে। আর না জানাতে পারলেও রিলিফ, তাহলে পরবর্তীতে সরকার যা নির্ধারণ করবে তাতে কোনো রাজনৈতিক দলের কঠোর হওয়ার সুযোগ থাকবে না। তাই অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম প্রমুখ।

আইয়ুব আলী, ময়মনসিংহ