বগুড়ায় সারজিসের সভার কাছে ককটেল বিস্ফোরণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে দলটির জেলা সমন্বয় সভার অনুষ্ঠানে পৌঁছালে সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, আগামীর নির্বাচন কখন কীভাবে কতটুকু গ্রহণযোগ্যভাবে হবে নির্বাচন কমিশন যদি মনে করে তারা সেটা নির্ধারণ করবে তবে তা ভুল হবে। এটা নির্ধারণ করবে দেশের মানুষ। তারা যদি মনে করে একের পর এক স্বেচ্ছাচারিতা করে পার পেয়ে যাবে, কিন্তু তা হবে না।
সোমবার বগুড়ায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সারজিস আলম এক সংবাদ সন্মেলনে এই কথা বলেন।
সারজিস আলম এ সময় বলেন, এই দেশের মানুষের সামনে আবার স্বেচ্ছাচারিতা করবে তা হবে না। যদি জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো দৃশ্যমান হয় এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কাজ এগিয়ে নিতে পারে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
এ সময় জুলাই সনদে জামায়াতের স্বাক্ষরের বিষয়ে সারজিস আলম বলেন, তাদের শক্তিশালী অবস্থানের সাথে এটি দ্বিচারিতা।
পরে সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমন্বয় সভা অনুষ্ঠানে সারজিস আলম পৌঁছালে সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।