৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৫ ডিসেম্বর থেকে
৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া শুরু হবে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০২০ সালের ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪১তম বিসিএসে নেওয়া হবে দুই হাজার ১৬৬ জনকে। এরমধ্যে ৬৪২ জন সাধারণ ক্যাডারে, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সরকারি কলেজের জন্য ৮৯২ জন এবং প্রশিক্ষণ কলেজসমূহের জন্য ১৩ জন নেওয়া হবে।
সাধারণ ক্যাডারে প্রশাসনে নেওয়া হবে ৩২৩ জন। এ ছাড়া পররাষ্ট্র বিভাগে ২৫ জন এবং পুলিশে নেওয়া হবে ১০০ জন।

অনলাইন ডেস্ক