৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে কার্গো জাহাজের ধাক্কা

বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মাল বোঝাই একটি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিয়েছে।
গতকাল সোমবার রাতে সেতুতে ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
রাত ১০ টার দিকে ফেসবুকে ছড়িয়ে পরা এক মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় মালবোঝাই কার্গো জাহাজ দ্রুত গতিতে এসে সেতুর পিলারে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেতুর ওপরে থাকা লোকজন চিৎকার দিয়ে কার্গো জাহাজকে সতর্ক হতে বলছে।
কিন্তু কার্গোটি সরাসরি এসে সেতুর একটি পিলারে ধাক্কা দেয়। এরপর দ্রুত চলে যায়। ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটির অবস্থান সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে।
শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘রাতে ফেসবুকে একটি ভিডিওতে দেখলাম এমভি জামাল-২ নামের জাহাজটি সেতুর পিলারে ধাক্কা দিয়েছে। সেতুর দায়িত্বে থাকা চীনা দোভাষির কাছে খোঁজ নিয়েছি। তবে তিনি এ বিষয় কিছু জানাতে পারেননি। সেতুতে ধাক্কায় কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখন বলতে পারছিনা।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘এ বিষয় আমরা কিছু জানিনা। খোঁজ নিয়ে দেখব ঘটনাটি।’
কথা বলার জন্য পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহামুদকে ফোন দিয়ে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকুটিয়া পয়েন্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ০৪ সেপ্টেম্বর ২০২২ বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধন করেন।