স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে পালাল স্বামী

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে বাদল খান (৪৫) নামে এক ব্যক্তি। নিহতরা হলেন- বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)।
গতকাল সোমবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পরপরই অভিযুক্ত বাদল খান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১০ দিন আগে বাদল খান তার চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রী থেকে দুটি সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের সময় তার এক শিশু ছেলে ঘটনাটি দেখে ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকেই স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং হত্যার বিষয়টি জানতে পারেন।
জানা গেছে, ধাওয়া বাজারে বাদল খানের একটি চায়ের দোকান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই নির্মম হত্যার কারণ জানা যায়নি।