৯ নয়, ডাচ-বাংলার প্রায় ৪ কোটি টাকা উদ্ধারের কথা জানাল পুলিশ
রাজধানী থেকে গতকাল বৃহস্পতিবার ছিনতাই হওয়া ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার হয়। সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রায় ৯ কোটি টাকা উদ্ধারের তথ্য জানায়। কিন্তু, আজ জানানো হয়েছে, উদ্ধারকৃত টাকার পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার।
আজ শুক্রবার রাতে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ব্যাংকের কর্মকর্তাদের সামনে টাকা গোনার পর দেখা গেছে, প্রায় চার কোটি টাকা। উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনারও (এসি উত্তরা জোন) একই তথ্য নিশ্চিত করেন।’
শরীফুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজধানীর উত্তরায় ডাকাত দলটি মাইক্রোবাসে এসে সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্ট লিংক (প্রাইভেট) লিমিটেডের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল না। এরপর তাদের একজন নিজেকে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে থাকা কর্মীদের চড়থাপ্পড় ও ঘুষি মেরে টাকাভর্তি চারটি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই টাকা মিরপুর ডিওএইচএস থেকে ডাচ-বাংলা ব্যাংকের সাভারের ইপিজেড বুথে নেওয়া হচ্ছিল।’
পুলিশের এই ওসি আরও বলেন, ‘তিনটি ট্রাংকের মধ্যে একটি ছিল ফাঁকা। আর দুটির মধ্যে একটিতে অর্ধেক টাকা ছিল। সব মিলিয়ে তিনটি ট্রাংকের টাকা গণনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।’