বাস কাত হয়ে রাস্তায়, আহত ২০
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ক্যাঙড়াছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ছয় যাত্রীকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয় যাত্রীকে আহত অবস্থায় আনা হলে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং তাঁদের আঘাত গুরুতর নয়।
আহত যাত্রীরা জানায়, একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বাসটি কাত হয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।