সাবেক আ.লীগ নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আহাদের রিমান্ড নাকচ করেছেন আদালত। তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে বিচারিক হাকিম আয়েশা বেগম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন আওয়ামী লীগের নেতাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড নাকচ করে তাঁকে কারাফটকে চার দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে আবদুল আহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগের ঘটনায় মোট আটটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ছয়টি মামলায় আবদুল আহাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।