লক্ষ্মীপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
লক্ষ্মীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত দুদিন আগে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রদলকর্মী মিরাজ ও নিশাদ পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল রাতে খেলার মাঠে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রদলকর্মী মিরাজ, মোরশেদ, শাকিব, মারুফ ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদীসহ আটজন আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত মিরাজ, মোরশেদ ও শাকিবকে ঢাকায় পাঠান।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর মধ্যে আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।