আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার
রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে রাজধানীর রমনা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম। তিনি বলেন, গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।
ডিসি আরও বলেন, বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিসি মাসুদ করিম বলেন, বলরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে বরিশালে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে।