আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ জনতা রাজধানীর গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এদিকে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে বিক্ষুদ্ধ জনতা।

নিজস্ব প্রতিবেদক