মাগুরায় তিনদিনব্যাপী ইজতেমা শেষ

মাগুরায় তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিরা। ছবি : এনটিভি
মাগুরায় তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ শনিবার দুপুরে দেশ ও মুসল্লিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা রবিউল হক।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ লাখো মুসল্লি অংশ নেন।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ও আদর্শ কলেজ মাঠে গত বৃহস্পতিবার তিনদিনব্যাপী আঞ্চলিক এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় মাগুরা জেলা ছাড়াও এর আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।