আ. লীগ ও যুবদলের চার নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/11/photo-1484149339.jpg)
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৯ ও ১০ জানুয়ারি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।
বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও তাদের খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছে তাঁদের পরিবারের লোকজন।
তবে তাঁদের তুলে নেওয়া ও আটকের ব্যাপারে কিছু বলতে পারছেন না জেলার পুলিশ, র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। তাঁরা জানিয়েছেন, এমন পরিচয়ের কাউকেই তাঁরা আটক করেননি।
চারজন হলেন সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান জিম মণ্ডল, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স, দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক (৩৫) ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা (৩২)।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বলেন, তাঁদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি এরই মধ্যে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তবে এ বিষয়ে কারো পরিবার কোনো লিখিত অভিযোগ করেনি। তবে এসব পরিবারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পরামর্শ দেওয়া হয়েছে।