ফুলবাড়ীয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলা
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীয়া থানার কাছে পৌর সদর সাবেদ মার্কেটের গলিতে সারুয়ারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, থানার কাছেই একটি মার্কেটের গলিতে সারুয়ারকে রড দিয়ে বেধড়ক পেটায় দুর্বৃত্তরা। এতে তাঁর মাথা ফেটে যায়। খবর পেয়ে পাশের দোকানিরা তাঁকে ওই মার্কেটে অবস্থিত ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক এস এম আবুল হাশেম বলেন, সারুয়ার ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণ আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএ পাসকোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আইয়ুব আলী, ময়মনসিংহ