চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। এবারের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটির নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন। অবৈধ বিলবোর্ডের ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আজ সোমবার সকালে নগরীর ষোলশহর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে অভিযান চলাকালে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে আসেন। অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে মেয়র বলেন, ‘অবৈধ বিলবোর্ড রাখার জন্য প্রভাবশালী মহল কিংবা দলীয় পরিচয়ে কোনো তদবির রক্ষা করা হবে না।’ সুন্দর নগর রক্ষার স্বার্থে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান মেয়র।