ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ১৬০। এতে দূষিত বায়ুর শহরের তালিকায় ১২তম অবস্থানে ছিল ঢাকা।
একিউআই সূচক অনুযায়ী, চীনের উহান ২৭১ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। এ ছাড়া ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের করাচি যথাক্রমে ২৫৩ এবং ২৩৭ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই মান অনুযায়ী ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই। এতে যে শহরটিতে তারা বসবাস করছেন, সেটি তাদের জন্য কতটা স্বাস্থ্যকর সেই বিষয়েও ধারণা নিতে পারছেন লোকজন।
রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।