চট্টগ্রামে শুরু হলো ‘মমতাজ মেহেদী রঙে রাঙাতে’ প্রতিযোগিতা
শুরু হলো প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘মমতাজ মেহেদী রঙে রাঙাতে’ অনুষ্ঠান। দেশব্যাপী মেহেদীশিল্পীদের জন্য এ আয়োজনের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে।
আজ সোমবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে থাকেন নানা বয়সী মেহেদীশিল্পীরা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন শেষে তাঁরা অংশ নেন প্রতিযোগিতায়। নিপুণ হাতে আল্পনা আঁকায় ব্যাপক সাড়া মেলে ব্যতিক্রমী এই প্রতিযোগিতায়।
মেহেদীর মাধ্যমে নান্দনিক শিল্পের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে জানান মমতাজ হারবাল প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার আবদুস সাত্তার।
প্রথম দিনে প্রায় দুইশ প্রতিযোগীর মধ্য থেকে সেরাদের নেওয়া হবে ঢাকায়। শিল্পীদের মান যাচাই করেন তিনজন বিচারক। এদের মধ্যে ছিলেন সুফিয়া বেগম ও তমা মির্জা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বেশির ভাগ নারী হলেও পিছিয়ে ছিলেন না ছেলেরাও।
দেশব্যাপী এই প্রতিযোগিতার পরবর্তী আসর বসবে রংপুরে ৬ জুন। এ ছাড়া ৯ জুন খুলনার পর ঢাকায় সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে ১৬ জুন। আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে এন টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হবে মমতাজ মেহেদীর রঙে রাঙাতে অনুষ্ঠানটি।