লেগুনার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় লেগুনার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
আজ বুধবার বিকেলে উপজেলার তারাউজিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হোসেন (৩৫) উপজেলার নোহাটা গ্রামের ওমর মোল্লার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী হুরায়রাকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমতল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামে লেগুনা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী হুরায়রাকে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হুরায়রাকে ঢাকায় পাঠানো হয়েছে।