কোটালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুতচালিত মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’