বান্দরবানে ট্রাকের চাপায় একজন নিহত, আহত ১২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/21/photo-1485001625.jpg)
বান্দরবানে ট্রাকের চাপায় জমির উদ্দিন (৩২) নামের এক মোটরবাইক আরোহী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ডলুপাড়া এলাকায় ইটবোঝাই ট্রাকের চাপায় তিনি মারা যান। এতে আহত হয়েছেন মোটরবাইকের আরো দুই আরোহী।
এদিকে জেলায় পৃথক আরেকটি দুর্ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছেন। চট্টগ্রাম থেকে নির্মাণকাজের সরঞ্জাম নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানের লালব্রিজ এলাকায় রাস্তার পাশে উল্টে যায়। এতে ১০ শ্রমিক আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন নাদের আলী (২২), মোহাম্মদ সামশু (৪৮), জাহাঙ্গীর (২৪), ফিরোজ (২৫), মো. ইসহাক (৫০), মোহাম্মদ সাঈদ (৫৫) ও মারুফ (২৫)।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, পৃথক দুটি ট্রাক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১২ জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।