চান্দিনায় বাসে ‘পেট্রলবোমা’ হামলা, দগ্ধ ৭
পবিত্র শবে বরাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ, চালক ও হামলার শিকার ব্যক্তিরা জানিয়েছে, দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালালে এ ঘটনা ঘটে।
urgentPhoto
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনার পর দগ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধরা হলেন সমীর, ইমরান, খোকন চাকমা, রঞ্জন কুমার দে ও রঞ্জিত শর্মা। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে রঞ্জন ও রাজশেখরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল জানান, দুজনের মুখমণ্ডল পুড়ে গেছে। তাঁদের মধ্যে রঞ্জন কুমার দের ৪০ শতাংশ এবং রাজশেখর শর্মার ২৫ শতাংশ পুড়ে গেছে। রঞ্জন কুমার বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা ও রাজশেখর রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যাপক।
কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন ইমরান বলেন, ‘প্রথমে জানালা ভেঙে বাসের ভেতর কিছু বস্তু এসে পড়ে। এ সময় তরলজাতীয় পদার্থ ছড়িয়ে পড়তে দেখি। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে।’ এখানে চিকিৎসাধীন বাকি দুজনের কাছেও একই কথা শোনা যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর আগেই গাড়িতে থাকা পানি দিয়ে চালক ও সহকারীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’ ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিল। বাসটি জব্দ করে চান্দিনা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি রসুল আহমদ।
গাড়িচালক মোহাম্মদ সিরাজ জানান, কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা হামলা চালায়। এতে সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের শরীরের অনেক অংশ পুড়ে গেছে। আগুনে বাসের বেশ কয়েকটি সিটও নষ্ট হয়ে গেছে। বাসটির দুটি জানালা ভেঙে গেছে।
এ ঘটনার পর সকাল ১০টার দিকে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, বিজিএফের সেক্টর কমান্ডার কর্নেল এ কে এম নাজমুল হাসান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) রেজাউল করিম পিপিএম (সেবা) প্রমুখ ঘটনাস্থল পরিদর্শনে করেন।
পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, বাসটিতে পেট্রলবোমার আলামত পাওয়া গেছে।
গত ৭ মার্চ রাতে চান্দিনায় ইউনিক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কয়েকজনকে আটকও করে পুলিশ।