ছিলেন ঘুমে, পেট্রলবোমা নিল হাসপাতালে
কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ট্রাকচালকের নাম রিয়াজ (৪০)। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, গৌরীপুর বাজারের সামনে রাস্তার পাশে ট্রাক থামিয়ে ঘুমিয়ে ছিলেন ট্রাকচালক রিয়াজ। ভোর ৪টার দিকে ট্রাকটিতে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ দগ্ধ রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। ট্রাকটি রংপুর থেকে ভুট্টা নিয়ে চট্টগ্রামের দিকে যাত্রা করেছিল বলে জানান ওসি।