আ.লীগ নেতার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হামলা
কুমিল্লায় দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশিরুল আলম মিয়াজীর ওপর হামলা করা হয়েছে। আজ সোমবার উপজেলার গৌরীপুর বাজারে এক হোটেলে সংবাদ সম্মেলন করার সময় ওই হামলা চালানো হয়। হামলায় বশিরুল ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।
বশিরুল আলম মিয়াজী জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই কমিটি ঘোষণা করতে স্থানীয় আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে হঠাৎ করে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের সমর্থক আল আমিন, সুবিদ আলীর ভাতিজা ইকবাল ভূঁইয়া ও বাবুলের নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা আইনজীবী, দলীয় নেতা-কর্মী, সাংবাদিকসহ সম্মেলনে উপস্থিত সবাইকে মারধর করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় তিনি (বশিরুল), আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসান ও অন্যান্য নেতা-কর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। সাংবাদিকরা ছবি তুলতে গেলে দুর্বৃত্তরা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন নাঈম হাসান।
হামলার পরপর বশিরুল ও নাঈম হাসানসহ অন্য নেতাদের গাড়িতে তুলে নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা করেন নেতা-কর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতে তাঁদের দিকে কয়েক দফা তেড়ে যান প্রতিপক্ষের লোকজন। পুলিশ তাঁদের আটক না করে শান্ত থাকার অনুরোধ করেন। তখন ইকবাল ভূঁইয়া আঙুল উঁচু করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়াকে হুমকি দেন।
এ দিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাসেম সরকার। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ দিনই তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেন এবং দলের মনোনীত প্রার্থী বশিরুলের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
হামলার কথা নাকচ করে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, 'উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ উভয়পক্ষকে বিশৃঙ্খলা থেকে নিবৃত করে।'
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।