পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য খোকার দুঃখ প্রকাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/09/photo-1423475525.jpg)
অবরোধ ও হরতালের কারণে এসএসসি পরীক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তিনি বলেছেন, বর্তমান সরকারকে হটিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ দলের আন্দোলন চলছে।
স্থানীয় সময় রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন। তিনি বলেন, ‘পেট্রলবোমা ও কথিত বন্দুকযুদ্ধে সব হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। কারণ তাঁর সিদ্ধান্তেই সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে।’
খোকা দাবি করেন, ২০ দলের আন্দোলন কর্মসূচিতে কোনো সহিংসতা নেই। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারি দলের নির্দেশে অন্যায় পদক্ষেপ নিলে তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০-দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকার চলমান সংকট নিরসনে একটি সমাধানে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেন তিনি।