২০ দলের দিকে আঙুল পুলিশের
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ঘটনাটি ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ধারাবাহিকতা।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বলেন, ‘এটি যারা করেছে বলে আমরা ধারণা করি যে, গত তিন মাসব্যাপী যে নাশকতামূলক কর্মকাণ্ড সারা দেশে চলেছে, সেটিরই একটা যোগসূত্র এতে আছে।’
এসপি বলেন, ‘বাসের ভেতর যে সমস্ত আলামত আমরা পেয়েছি তাতে পেট্রলবোমার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এটি দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এটি নাশকতামূলক কাজ...।’
urgentPhoto
তবে পুলিশ সুপারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এনটিভি অনলাইনকে বলেন, ‘এসপি সাহেব এটা বলে থাকলে তা খুবই দুঃখজনক। আমার দল কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে নেই, অতীতেও ছিল না। বিরোধী দলকে দায়ী করলে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাবে। এটা একজন দক্ষ পুলিশ কর্মকর্তার পেশাদারিত্বের পরিচয় নয়। দলের পক্ষ থেকে আমি তাঁর বক্তব্যের প্রতিবাদ করছি।’
রিপন বলেন, ‘আমার দল মনে করে, প্রকৃত অপরাধীদের প্রতি কঠোরতা দেখানো উচিত। তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা ৯২ দিন অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
এসপি ছাড়াও জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এ কে এম নাজমুল হাসান, হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পবিত্র শবে বরাতে কুমিল্লার চান্দিনায় রাঙ্গামাটিগামী যাত্রীবাহী একটি বাসে সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ ও বাসটির চালক জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনার কাঠেরপুল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনার পর দগ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানান, তাদের মুখমণ্ডল পুড়ে গেছে। যে কারণে তাদের শ্বাসনালি পুড়ে গেছে। রঞ্জন কুমারের ৪৪ শতাংশ ও রঞ্জিত শর্মার শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে।