তেঁতুলিয়ায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার তীরনইহাট ইউনিয়নের ব্রহ্মতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন গ্রামের আব্দুল আউয়ালের আড়াই বছরের দুই ছেলে সরাফত ও আরাফাত।
তীরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, আব্দুল আউয়াল ও তাঁর স্ত্রী বাড়ির পাশে মরিচ শুকাচ্ছিলেন। এ সময় সরাফত ও আরাফাত রণচণ্ডি নদীর খালে ডুবে যায়।
তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে খাল থেকে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়