রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩
রাজধানীতে একটি জুতার কারখানায় আগুন ধরেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে পুরান ঢাকার আলুবাজার ছোট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন আল আমিন (২০), ওসমান (২৫) ও আবদুস সামাদ (৩১)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আবদুস সামাদ বলেন, তাঁরা রাতে কারখানায় জুতার কাজ করছিলেন। জুতার ফিনিশিংয়ের কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল থেকে আগুন ধরে যায়। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আজ সকালে এনটিভি অনলাইনকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।