অভিযানে ১০৮ বস্তা আলু জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০৮ বস্তা আলু সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চকবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি বলেন, ‘জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার চকবাজারে পাইকারদের বেচাকেনা মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তাদের মজুদ, ক্রয় ভাউচার ও বেচা-বিক্রির তথ্য যাচাই করা হয়। অভিযানে মেসার্স অরবিন্দ এন্টারপ্রাইজে বসে বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার নকল করা হচ্ছিল এবং নিজেদের মতো মূল্য বসিয়ে দাম নির্ধারণ করা হচ্ছিল। অভিযানের সময় একজন পালিয়ে যায়। পরে গোডাউন তল্লাশি করে ১০৮ বস্তা আলু জব্দ করা হয়। পরে সেগুলো ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
এদিকে, অভিযানের সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, চকবাজার ব্যবসায়ী সমিতি এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।