ফের শৌচাগারে মুঠোফোন, প্রাণ গেল দেবর-ভাবির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/04/photo-1433432366.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সিংহপাড়া এলাকায় শৌচাগারের গর্তে পড়ে বিষাক্ত গ্যাসে দেবর-ভাবির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মরিয়ম বেগম (৫৫) ও তাঁর দেবর মীর হোসেন (২৮)। তাঁদের উদ্ধার করতে গিয়ে মকবুল হোসেন নামের এক প্রতিবেশী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারী জানান, আজ বৃহস্পতিবার সকালে মরিয়ম শৌচাগারে গেলে অসতর্কতাবশত তাঁর মুঠোফোন গর্তে পড়ে যায়। ফোন উঠাতে গিয়ে শৌচাগারের গর্তে পড়ে যান মরিয়ম।
চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে গিয়ে দেবর মীর হোসেন গর্তে নামলে তিনিও আর উঠতে পারেননি। পরে প্রতিবেশী মকবুল হোসেনসহ আরো কয়েকজন তাঁদের মৃতদেহ উদ্ধার করেন। এ সময় মুকবুল হোসেনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১৮ মে শৌচাগারে মুঠোফোন পড়লে তা উঠাতে গিয়ে প্রাণ যান তিন ভাইয়ের। এদের মধ্যে একজন হলেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমা।