খালেদা জিয়া অন্ধকারের পথে হাঁটছেন : তথ্যমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অন্ধকারের পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার সকালে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৫৭তম কনভেনশন উপলক্ষে আয়োজিত ন্যাশনাল সেমিনারে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কবির আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে ‘ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, দেশ এখন জঙ্গিবাদ দমন, বৈষম্যহীন সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লড়াই করছে। তথ্যপ্রযুক্তি এই লড়াইয়ের প্রধান হাতিয়ার উল্লেখ করে ইন্টারনেটকে জনগণের মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্রের স্বীকৃতি, সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে ৫ থেকে ৩০ শতাংশ প্রণোদনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ডিজিটাল বিপ্লবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম