শত্রুতার জেরে ভাটাশ্রমিককে কুপিয়ে জখম
লক্ষ্মীপুর সদর উপজেলায় শত্রুতার জেরে ইটভাটার এক শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. বাবুল হোসেন (৪৫) একই গ্রামের রফিক উল্লাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানান, বাবুলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউপি সদস্য আরো জানান, চর মনসা গ্রামে রফিক উল্লাহ ও আক্কাস মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সকালে রফিক উল্লাহর বাড়িতে মাটি কাটার জন্য ট্রাক্টর আসে। খবর পেয়ে আক্কাস মোল্লা লোকজন নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিক উল্লাহর বড় ছেলে বাবুলের নাক কেটে যায়।