কেরানীগঞ্জে পথশিশুদের স্কুল পরিদর্শন ব্রিটিশ এমপিদের

কেরানীগঞ্জে পথশিশুদের স্কুলে ব্রিটেনের তিন এমপি। ছবি : এনটিভি
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ও ছায়ামন্ত্রীরা রাজধানীর অদূরে কেরানীগঞ্জে পথশিশুদের একটি আবাসিক স্কুল পরিদর্শন করেছেন।
আজ সোমবার সকালে কেরানীগঞ্জের ওয়াশপুর গার্ডেন সিটিতে 'লিডো' নামের পথশিশুদের এই স্কুল পরিদর্শনে যান তিনজন।
এ সময় ব্রিটেনের লেবার পার্টির এমপিরা স্কুলটির কর্মকর্তাদের সঙ্গে পথশিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ভ্রাম্যমাণ স্কুল, খোলা আকাশের নিচে স্কুলসহ বিভিন্ন কর্মসূচি ব্রিটিশ এমপিদের কাছে তুলে ধরা হয়। স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে থাকা পথশিশুদের নিয়ে নির্মিত তথ্যচিত্র ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ব্রিটিশ এমপিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভুত লেবার পার্টির এমপি ও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রুপা হক, ছায়া স্বাস্থ্যমন্ত্রী জনাথন এসওয়ার্থ ও ড্যামি রোজি।